অনলাইন ডেস্ক : আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার বারিধারায় দেশটির রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় দপ্তরে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

চিঠিতে বলা হয়েছে, আল-আকসার মসজিদসহ গাজা এলাকায় সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অভিযানে নারী-শিশুসহ অগনিত ফিলিস্তিনি জনসাধারণ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়।

আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেম এলাকায় নিরাপরাধ মানুষের ওপরে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে চিঠিতে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ওই এলাকায় ফিলিস্তিনিদের সব ধরনের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথা বলা হয়েছে।

বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের বিষয়টি বিএনপি মহাসচিবের চিঠিতে পূর্নব্যক্ত করা হয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই কঠিন সময়’ উত্তরণে আল্লাহ রাব্বুল আ‘লামীন যেন আপনাকে শক্তি দেন।