Home রকমারি মাস্ক বদল করে বিয়ে!

মাস্ক বদল করে বিয়ে!

অনলাইন ডেস্ক : চারদিকেই করোনার আতঙ্ক। সচেতন মানুষ তাই কাটাচ্ছে ঘরবন্দী জীবন। বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। তবে সেই পরামর্শ ভুলে অনেকেই বসছে বিয়ের পিঁড়িতে। তবে করোনার আতঙ্কে পাল্টে গেছে কিছু উৎসব রীতি! দেখা গেল বিয়েতে পালন করা হলো এক ভিন্ন রীতি। ফুলের মালার বদলে বর-কনে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দিলেন। অর্থাৎ বর-কনে মালার পরিবর্তে মাস্ক বদল করলেন।
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। ভারতের এক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিল জোড়। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা ছিল। বিয়ের পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাস্কই আমাদের রক্ষাকবচ। তাই আমরা বিয়েতে মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই। ইন্টারনেট।

Exit mobile version