অনলাইন ডেস্ক : দিনে মাত্র দুটি করে পিল- তাতেই নাকি করোনা নিয়ন্ত্রণে চমকপ্রদ কাজ হবে। এই ট্যাবলেট খাওয়ার ২৪ ঘন্টার মধ্যে করোনা নির্মূল হবে। এমনকি এই পিল খেয়ে কেউ করোনা পজিটিভের সংস্পর্শে এলেও তিনি নেগেটিভ থাকবেন। আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্সেসের একদল বিজ্ঞানী এই দাবি করেছেন। তাঁদের নেতা ডাঃ রিচার্ড প্লেম্পের নেচার মাইক্রোবায়োলজি পত্রিকায় একটি নিবন্ধে এই দাবি করেছেন। ২৪ ঘন্টায় ম্যাজিক এর মতো কাজ করা এই ড্রাগটির নাম – মলনুপিরাভির। এটি একটি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টি ভাইরাল ড্রাগ। ইঁদুরের ওপর পরীক্ষা করে খুব ভালো ফল পাওয়া গিয়েছে বলে ডাঃ রিচার্ডের দাবি। ২৪ ঘন্টার মধ্যে ইঁদুর এই ভাইরাস আর ছড়াতে পারেনি। মানুষেকে নিয়ে প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়ে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে বলে ডাঃ রিচার্ড জানিয়েছেন। কলকাতার ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজের একদল গবেষক ডাঃ রিচার্ডের এই দাবিকে একদম উড়িয়ে দিতে নারাজ। তাঁরা বলছেন, মলনুপিরাভির ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল ফিভারকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু কোভিড ভাইরাসকে এই ড্রাগ কতটা নিয়ন্ত্রণ করবে তাই নিয়ে গবেষণার অবকাশ আছে বলে তাঁদের ধারণা। সেই কাজটিই জর্জিয়া বিশ্ববিদ্যালয় করছে।