Home আন্তর্জাতিক মানবিক বিবেচনায় গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জি-৭ নেতাদের

মানবিক বিবেচনায় গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জি-৭ নেতাদের

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ পুনরায় মানবিক বিবেচনায় বন্ধের আহ্বান জানিয়েছেন জি-সেভেনের নেতারা।

বুধবার এক যৌথ বিবৃতিতে জি-৭ বলেছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিক জনগণের ওপর বিধ্বংসী প্রভাব নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

নেতৃবৃন্দ ‘আরও কার্যকর’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই অঞ্চলে অতিরিক্ত লোকের বাস্তুচ্যুতি রোধ এবং বেসামরিক অবকাঠামো রক্ষার পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version