অনলাইন ডেস্ক : মহাকাশে ৩৭১ দিন থেকে রেকর্ড গড়েছেন তিন নভোচারী। মার্কিন নভোচারী ফ্র্যাঙ্ক রুবিও যখন দুই রুশ সহকর্মীকে নিয়ে মহাকাশে যান তখন জানতেনও না এতদিন থাকতে হবে তাদের। কিন্তু বৈরি দেশের তিন নভোচারী আটকা পড়ে যান পৃথিবীর বাইরে। পৃথিবীতে ফিরতে অপেক্ষা করতে হয় ৩৭১ দিন। গতকাল বুধবার পৃথিবীতে ফিরে তারা বলেছেন, ‘বাড়ি ফিরে ভালো লাগছে।’
গত বছর সেপ্টেম্বরে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার উদ্দেশে পৃথিবীত্যাগ করেন তিন নভোচারী। ছয় মাস পরেই তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু একটি মহাকাশ বর্জ্য তাদের স্টেশনে আঘাত আনে। এতে করে তাদের ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়।
তাদের ফিরিয়ে আনতে নতুন করে পৃথিবী থেকে সয়্যুজ রকেট পাঠানো হয়। সেই রকেটে করেই বুধবার সকালে পৃথিবীতে ফিরে আসেন মার্কিন নভোচারী রুবিও, রুশ নভোচারী সের্গেই প্রোকোপিয়েভ ও দিমিত্রি পেতেলিন। কাজাখাস্তের প্রত্যন্ত এলাকায় তারা অবতরণ করেন। এই দীর্ঘ সময়ে কেটে যায় ৩৭১ দিন। এর আগে এতদিন মহাকাশে থাকেননি কোনো নভোচারী।
এই কাজাখাস্তানের কসমোড্রোম থেকে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর যাত্রা শুরু করেন তিন নভোচারী। চলতি বছর মার্চে সেই রকেটে করেই তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু গত বছর ডিসেম্বরে তাদের রকেটের কুলারে ছিদ্র রয়ে যায়। তখন থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রুশ গবেষণা সংস্থা রসকসমস মিলে নতু রকেট তৈরির কাজে লেগে যায়।
স্পেস স্টেশনে দীর্ঘ এই সময় অবস্থানকালে তিন নভোচারী ১৫ কোটি ৭০ লাখ মাইল যাত্রা করেছে এবং পৃথিবীকে ৫ হাজার ৯৬৩ বার প্রদক্ষিণ করেছেন।
এর আগে সবচেয়ে বেশি সময় মহাকাশে ছিলেন মার্কিন নভোচারী মার্ক ভ্যান্ডে হাই। ২০২২ সালের মার্চে পৃথিবীতে ফিরে আসার আগে ৩৫৫ দিন মহাকাশে কাটিয়েছেন এই নভোচারী।