অনলাইন ডেস্ক : মাঠে দাপট দেখিয়ে অনেক খেলোয়াড়ই পরবর্তী সময়ে পার্লামেন্টে জায়গা করে নিয়েছেন। হয়েছেন মন্ত্রী- প্রধানমন্ত্রীও। তবে এসব ক্ষেত্রে বেশিভাগই খেলাধুলা থেকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরই নাম লিখিয়েছেন রাজনীতির খাতায়। হাতে গোনা কয়েকজন আছেন যারা মাঠ আর রাজনীতি একই সঙ্গে সামলাচ্ছেন। বাংলাদেশের মাশরাফী বিন মোর্ত্তজা তেমনই একজন যিনি খেলা আর রাজনীতি চালিয়ে যাচ্ছেন সমান তালে। তবে মাশরাফীর প্রায় অর্ধেক বয়সী এক নারী ফুটবলার মাঠের দায়িত্বের পাশাপাশি সামলাতে যাচ্ছেন আস্ত এক মন্ত্রণালয়ের দায়িত্বও। খবরটি অবাক করা হলেও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ১৯ বছরের তরুণী সিয়েলো ভিজাগা।
ফুটবলের জনপ্রিয় সংবাদমাধ্য%