Home মন্ট্রিয়ল মন্ট্রিয়লের চায়নাটাউনে আবারো নাচে ফিরছে লায়ন ড্যান্সার

মন্ট্রিয়লের চায়নাটাউনে আবারো নাচে ফিরছে লায়ন ড্যান্সার

মন্ট্রিয়ল ডেস্ক: মন্ট্রিয়লের চায়নাটাউনে আবারো ফিরে আসছে ঐতিহ্যবাহী নাচ। স্থানীয় লায়ন ড্যান্সার ক্লাব প্যানডামিকের জন্য এতদিন পারফর্ম করতে পারেনি। মন্ট্রিয়লাররা আশা করতে পারেন আগস্টের শেষের দিকে মন্ট্রিয়লে আবারো দেখা যাবে ঐতিহ্যবাহী নাচ। তবে সিটির অনুমোদনের অপেক্ষাও আছে। ৫০০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নাচ নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ড্যান্সার ক্লাব প্রস্তুতি শুরু করেছে।

Exit mobile version