অনলাইন ডেস্ক : মন্ট্রিল বন্দরের শ্রমিকেরা ওভারটাইম বৃদ্ধির দাবিতে অনিদ্রিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। ফলে বন্দরে জাহাজ তেকে মাল খালাসের কাজ বন্ধ রয়েছে। শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, তারা তাদের দাবি আদায়ে গত শনিবার থেকে ধর্মঘট শুরু করেছে। এই ধর্মঘট অনিদ্রিষ্ট কাল চলবে।
তবে সমস্যা সমাধানে মন্ট্রিল এমপ্লয়ার্সঅ্যাসিয়েশনের সাথে শ্রমিক ইউনিয়নের আলোচনা শুরু হয়েছে। উভয়পক্ষই আশা করছে চলতি সপ্তাহেই তারা একটি সমাধানে পৌঁছতে পারবে। এবং বন্দরের কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে। গত বৃহস্পতিবার প্রাদেশিক শ্রম মন্ত্রণালয় কর্মকর্তাদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে এক আলোচনা সভায় ৯৯.৩% শ্রমিক তাদের দাবি আদায়ে ধর্মঘট শুরুর পক্ষে মত দেয়। সূত্র : রেডিও কানাডা