বকুল ভৌমিক

তুমি যখন আকাশে কাল মেঘের কথা বলতে
আমি ভেবে নিতাম বৃষ্টিতে ভিজতে চাইছ আমার সাথে

তুমি যখন বলতে আমার শরীরটা আজ খুব অসুস্থ
আমি ভেবে নিতাম তুমি চাইছ আমার হাতের স্পর্শ

তুমি যখন বলতে তুমি অন্ধকারকে ভয় পাও
আমি ভেবে নিতাম তুমি আমাকে জরিয়ে ধরতে চাও

তুমি যখন বলতে আজ বাগানে হাসনা হেনা আর বকুলের সুবাস ঘেরা
আমি ভেবে নিতাম তুমি আমার বুকে মাথা নুইয়ে আমার গায়ের গন্ধ পেতে মাতুয়ারা

তুমি যখন বলতে শুস্ক হাওয়ায় তোমার ঠোঁট ফেটে গেছে
আমি ভেবে নিতাম হেমন্তের বিকেলে তুমি চুম্বন আহ্বান করছ আমার কাছে

তুমি যখন বলতে আজ উত্তাল হাওয়া, ঢেউ উঠেছে নদীতে
আমি ভেবে নিতাম তুমি আমাকে আহ্বান করছ নিসিদ্ধ হাওয়ায় নিজেকে জুড়িয়ে নিতে

তুমি যখন বলতে তোমার জীবনটা যেন এলে মেলো ছন্দ বিহীন
আমি ভেবে নিতাম তুমি আমার কাছে শুনতে চাও রক্ত করবীর নন্দিনী আর রঞ্জনের গল্প অথবা নাটোরের বনলতা সেন

আমি জানি এ আমার নির্বোধ মনের ভাবনা শুধুই মিছে
তবুও ভাবি আর নির্লজ্জ অপেক্ষায় থাকি
যদি একদিন আমার ভাবনাগুলো উকি দেয় তোমার মনের জানালায় এসে।
অটোয়া