Home আন্তর্জাতিক ভূমিকম্পে আবারও কাঁপলো তুরস্ক

ভূমিকম্পে আবারও কাঁপলো তুরস্ক

অনলাইন ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে প্রায় অর্ধ লক্ষ মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতে আবারও বড় ধরণের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। দেশটির সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির হাতায় প্রদেশের ডেফন শহরে স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তুরস্কের হাতায় প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল দুই কিলোমিটার। এটি আন্তক্যা ও আদানা শহরেও প্রবলভাবে অনুভূত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান ও লেবাননে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি পৃথক সময়ে হওয়া দুই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৪৬ হাজার ৪৫৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৪০ হাজার ৬৪২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশের ৪০ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। লাখেরও বেশি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে।

সূত্র : আল জাজিরা

Exit mobile version