বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : করোনার মধ্যে ভুয়া খবরের ছড়াছড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই পরিস্থিতিতে অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবিলায় নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে টুইটার।

জানা গিয়েছে, কোনো টুইট, রিটুইট বা শেয়ার করার আগে এখন একটি নতুন পর্যায় অতিক্রম করতে হবে ইউজারদের। টুইট বা শেয়ার করার আগে ইউজারের কাছে জানতে চাওয়া হবে যে, ওই পোস্ট তিনি খুলে বা পড়ে দেখেছেন কিনা। এই জবাব দেয়ার পরই ওই পোস্ট রিটুইট করতে পারবেন ইউজার।

এই পদ্ধতির মাধ্যমে ইউজারের মাধ্যেই কোনো পোস্টের তথ্যগত সত্যতা প্রাথমিকভাবে যাচাই করে নিতে চাইছে সংস্থা। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ ফিচার পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।