Home আন্তর্জাতিক ভীতি দূর করতেই করোনাকে তাচ্ছিল্য করেছেন ট্রাম্প

ভীতি দূর করতেই করোনাকে তাচ্ছিল্য করেছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : জনমন থেকে ভীতি দূর করার জন্যই প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে তাচ্ছিল্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প এমনটি জানান।

গত ১৯ মার্চ বব উডওয়ার্ড ট্রাম্পের সাক্ষাতকারটি নেন । জানা গেছে, এই সাক্ষাতকারটি সাংবাদিক উডওয়ার্ড ট্রাম্পকে নিয়ে লেখা রেজ বইটিতে পুরোপুরি প্রকাশ করবেন। যা আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তবে সেই সাক্ষাতকারের কিছু অংশই বিভিন্ন মার্কিন গণমাধ্যমে বুধবার প্রকাশিত হয়েছে।

সাক্ষাতকারে ট্রাম্প জানান যে তিনি জানে করোনা কতটা প্রাণঘাতী তবুও এটিকে সে কম গুরুত্ব দিয়ে উপস্থাপন করতে চান।

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই। এখনো আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই কারণ আমি ভীতি সৃষ্টি করতে চাই না।

সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

Exit mobile version