অনলাইন ডেস্ক : ভারত থেকে ভোগ্যপণ্য আমদানি বন্ধ হলে দেশের মানুষ আরও শ্রম দিয়ে যেসব পণ্য উৎপাদন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যৌথ পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে রিজভী এ কথা বলেন।
বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারত বাংলাদেশের উপকার করেছে জানিয়ে রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষ সেখানে গেলে ডলার খরচ হতো, বিলিয়ন বিলিয়ন ডলার পাচারও হতো। আমাদের ডলার এখন সেখানে যাবে না। ভারত থেকে ভোগ্যপণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশের মানুষ আরও শ্রম দিয়ে সেসব পণ্য উৎপাদন করবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ওরা (ভারত) বিদ্বেষপরায়ণ, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না, ওরা বাংলাদেশবিরোধী। ভুটান তাদের সঙ্গে নেই, নেপাল নেই, পাকিস্তান তাদের সঙ্গে নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপও তাদের সঙ্গে নেই। কেউ ওদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক… ধর্মনিরপেক্ষ বলুক আর সেক্যুলার বলুক… ওদের মনের ভেতরে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া কিছু নেই।’
রিজভী আরও বলেন, ‘আমি ভারতের শাসকগোষ্ঠীকে বলি, আপনারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলছেন… আমি তো দেখলাম এখানে ইসকন সমর্থকদের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন… তাকে কুপিয়ে হত্যা করা হলো। আপনাদের ওখানে যে শুভেন্দুসহ যারা আছেন তারা তো এ ব্যাপারে একটা কথাও বললেন না, আওয়াজ পর্যন্ত তুললেন না।’
তিনি বলেন, ‘মারা গেল তো বাংলাদেশের মানুষ, তিনি মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো। কোনো কথা নেই। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে লাভ হবে না।’