অনলাইন ডেস্ক : স্বাধীনতা দিবসের পরদিনই বিজেপি-আরএসএস ও নরেন্দ্র মোদির উদ্দেশে একের পর এক কটুক্তি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথমে প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ ‘বলে কটাক্ষ করেন রাহুল। আর এরপরই বিজেপি-আরএসএস-এর বিরুদ্ধে সরব হন তিনি। রবিবার তিনি অভিযোগ করেন, ভারতের ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করছে বিজেপি-আরএসএস। সেই সাথে টুইটারে সংবাদ পত্রের একটি কাটিং শেয়ার করেছেন রাহুল।

কংগ্রেস সাংসদ অভিযোগ করেন বিজেপি ও আরএসএস ভারতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করে। তারা নিবার্চনকে প্রভাবিত করতে এই সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা খবর ও হিংসা ছড়ায়। এই অভিযোগের পাশাপাশি আমেরিকান সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরের কাটিংও তিনি শেয়ার করেছেন।

যদিও রাহুলের অভিযোগের পর পাল্টা জবাব দিতে দেরি করেননি কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ। মাইক্রো ব্লগিং সাইটে তিনি লেখেন, যারা পরাজিত, তারা মানুষ এমনকী নিজের দলকেও প্রভাবিত করতে পারে না। তারা মনে করে, গোটা বিশ্বকে বিজেপি-আরএসএস নিয়ন্ত্রণ করে। আমরাই কেমব্রিজ অ্যানালেটিকা ও ফেসবুকের নির্বাচনী ডেটা কেলেঙ্কারি ধরি।

এদিকে রোবববার সকালেই চীন ইস্যুতে একহাত নিয়েছেন রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, ‘সকলেই ভারতীয় সেনা বাহিনীর দক্ষতা ও ক্ষমতার উপর ভরসা রাখে। কিন্তু নরেন্দ্র মোদিরর উপর নয়। যার কাপুরুষতার জন্যে চীন আমাদের ভূমি নিয়ে নিয়েছে। যার মিথ্যা সুনিশ্চিত করছে, ওই ভূমি চীনেরই থাকবে।

গলওয়ান উপত্যকার ঘটনা প্রমাণ করে দেয়, ভারত শান্তিপ্রিয় দেশ হলেও প্রয়োজনে যোগ্য জবাব দিতেও পিছপা হয় না। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া ভাষণে এ ভাবেই নাম না করে প্রতিবেশী চীনকে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে সেই একই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।