অনলাইন ডেস্ক : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকারকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আজও অচল ছিল দেশটির পার্লামেন্ট ভবন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিরোধী এবং ক্ষমতাসীনদের বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে পুরো সংসদ ভবন অচল হয়ে পড়ে। এছাড়া কংগ্রেস এবং বিজেপি একে অপরকে সংসদ ভবনে প্রবেশে বাধা দিয়েছে। শুধু তাই নয় বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছে। খবর এনডিটিভি

আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। এতে ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত আহত হন। পরে তাদের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে রাহুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। অজয় শুক্লা বলেন, ‘দুজনই আইসিইউতে রয়েছেন। আমরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’ প্রতাপ সারঙ্গি আহত হওয়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করে বিজেপি সদস্যা নিশিকান্ত দুবে বলেন, ‘আপনি কি লজ্জিত নন রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’ তবে রাহুলের উল্টো অভিযোগ, ‘আমি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম। বিজেপি সংসদ সদস্যরা আমাকে বাধা দেন, ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন।’

এদিকে রাম মনোহর লোহি হাসপাতালের আইসিইউতে রাখা সারঙ্গি এবং রাজপুতের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।