Home লিড নিউজ ভারতে টিভি শো থেকে কোটিপতি হলেন প্রথম মুসলিম নারী

ভারতে টিভি শো থেকে কোটিপতি হলেন প্রথম মুসলিম নারী

ইউএনবি : ভারতের জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১২’ এর বিজয়ী হয়েছেন রাঁচির মেয়ে নাজিয়া নাসিম। তিনি প্রথম মুসলিম নারী যিনি এ শোটিতে বিজয়ী হলেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনস থেকে ডিগ্রি নেয়া নাজিয়া স্বামীর সঙ্গে দিল্লিবাসী। সেখানেই তার কর্মস্থল।

বুধবার রাতে প্রচারিত হওয়া শো’টিতে মাইলফলক অতিক্রম করার পরেও জাকপট রাউন্ডে নাজিয়ার সামেন সাত কোটি রুপির প্রশ্নকে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। তবে শেষ পর্যন্ত এক কোটিতেই সন্তুষ্ঠ থাকেন তিনি। সাত কোটি রুপি জয়ের ব্যাপারে তার সামনে প্রশ্ন ছিল, ‘ভারতীয় মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসু সিঙ্গাপুরে তার আজাদ হিন্দ ফোর্স কোথায় চালু করেছিলেন?’

জনপ্রিয় এই টিভি শোটি সঞ্চলনা করেন কিংবদন্তী অভিনেতো অমিতাভ বচ্চন। প্রায় দুইদশক আগে ২০০০ সালে শুরু হওয়া এই শো টি ভারতে সবচেয়ে জনপ্রিয় শো গুলোর মধ্যে অন্যতম।

Exit mobile version