Home রাজনীতি ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে যে কথা হলো বিএনপি নেতাদের

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে যে কথা হলো বিএনপি নেতাদের

অনলাইন ডেস্ক : সীমান্তে হত্যাসহ পানি বণ্টন নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রণয় ভার্মার সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বৈঠকে ভারত-বাংলাদেশের সম্পর্ক কিভাবে গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যা রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা আমাদের পার্টির সমস্যাও তুলে ধরেছি। সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার। সীমান্তে হত্যা বন্ধ করা সহ পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। সেইসঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে। তারা বলছে বিষয়গুলো নিয়ে তারা সজাগ আছে বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আলোচনা শেষে তাদের (ভারতের) মূল বক্তব্য, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায়। বিশেষ করে এই পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

 

Exit mobile version