Home জাতীয় ভারতের মত শর্তহীন বন্ধুত্ব আর কোনো দেশের সাথে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের মত শর্তহীন বন্ধুত্ব আর কোনো দেশের সাথে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও ভারতের মত শর্তহীন বন্ধুত্ব আর কোনো দেশের সাথে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ৫২ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের পর আন্দোলন করে এদেশে স্বাধীনতা এসেছে আর স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতা ভুলে যাওয়ার নয়। ভারত বাংলাদেশের চিরন্তন বন্ধু।

এসময় অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ৫২ বছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয় ন্যায়বিচারের দৃষ্টান্ত। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দিন দিন অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে। একাত্তরের মতই সম্পর্ককে এগিয়ে নিতে আন্তরিক ভারত। সামনের দিনে দু’দেশের পরের প্রজন্ম এটিকে টিকিয়ে রাখবে, – এমন আশাও করেন প্রণয় ভার্মা।

Exit mobile version