স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ২০২২ বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাইপর্বের ম্যাচগুলো পিছিয়ে গেছে। আগামী অক্টোবর ও নভেম্বরে অবশিষ্ট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ চার ম্যাচের তিনটি হবে বাংলাদেশের মাটিতে। আগামী ৮ অক্টোবর সিলেটের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর পর ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। এ ম্যাচ খেলার পর ঘরের মাঠে ভারত ও ওমানের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ১২ ও ১৭ নভেম্বর। এর আগে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশের অর্জন মাত্র এক পয়েন্ট। গ্রুপে থাকা পাঁচ দলের মধ্যে তলানিতে। আফগানিস্তানের কাছে ১-০, কাতারের কাছে ২-০ ও ওমানের কাছে ৪-১ গোলে হেরে যায় লাল-সবুজের জার্সিধারীরা। একটি মাত্র পয়েন্ট এসেছে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে।
সেই ম্যাচে সাদউদ্দিনের দুর্দান্ত এক গোলে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ দল। কলকাতার মাঠে সল্ট লেক স্টেডিয়ামে অসম্ভব সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছিলেন দেশের ফুটবলাররা। ভারতের পক্ষে আদিল খান ৮৮ মিনিটে একটি গোল না করলে ম্যাচটি জিততে পারত বাংলাদেশ! কেননা জেতার মতোই ফুটবল খেলেছিল তারা। খেলার প্রথমার্ধে (৪২ মিনিটে) সাদউদ্দিনের চোখ ধাঁধানো হেডে গোলেই এগিয়ে যায় দল। শেষ পর্যন্ত জয় না পেলেও পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এ গোলটি সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে সাদউদ্দিনের।
যা-ই হোক, নভেম্বরে আবারও ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে। এবার ঘরের চেনা মাঠে খেলবে বাংলাদেশের ফুটবলাররা। স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে ভালো ফলের আশা থাকবে। এখনো জাতীয় দলের ক্যাম্প শুরু হয়নি। তবে এর আগে লক্ষ্য নির্ধারণ করে নিচ্ছেন ফুটবলাররা। বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ফুটবলার সাদউদ্দিন জানালেন নিজেদের প্রত্যাশার কথা।
আগামী ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে গত ম্যাচের অভিজ্ঞতায় ওদের স্কোয়াড বাংলাদেশের জন্য কতটা শক্তিশালী হতে পারে? এমন প্রশ্নের জবাবে সাদউদ্দিন বলেন, ‘আমার মনে হয় সেই ম্যাচে আমরা দুই দলই খুব ভালো স্কোয়াড নিয়ে নেমেছিলাম। আমাদের বর্তমান যে স্কোয়াড আছে আশা করি যদি আমরা আমাদের আশানুরূপ পারফরম্যান্স ও ফরম ধরে রাখতে পারি, ভারতের সাথে আমি জয়ের সম্ভাবনা দেখি। ম্যাচটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নিজের মাঠে খেলা হওয়ায় আমরা একটু বাড়তি সুবিধা তো অবশ্যই পাব।’ ভারতের বিপক্ষে গত ম্যাচে ভারতের মাটিতে চমৎকার একটি গোল করেছেন।
সামনে নিজেদের মাঠে খেলা, নিজে কোনো ছক কষছেন কিনা? সাদউদ্দিন বলেন, ‘নিজেদের মাঠে খেলা বরাবরই গুরুত্বপূর্ণ। তা ছাড়া ভারতের বিপক্ষে খেলাটা নিঃসন্দেহে সামান্য বাড়তি উত্তেজনা বহন করে। আমরা অবশ্যই শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে জয়ের জন্যই নামব। ব্যক্তিগতভাবে অবশ্যই গত ম্যাচের মতো স্কোর করে দলকে এগিয়ে দিতে চাই এবং ম্যাচের সম্পূর্ণ তিন পয়েন্ট অর্জনই আমাদের লক্ষ্য।’
ইংলিশ কোচ জেমি ডের অধীনে ফুটবলে উন্নতি করেছে বাংলাদেশ। আবারও এই কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব কাঁধে নেওয়ার সময় জেমি ডে জানিয়েছেন, বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাইপর্বের চারটি ম্যাচের দিকেই তাকিয়ে আছেন তিনি। যে করেই হোক বাংলাদেশকে ভালো ফল এনে দিতে চান তিনি। এ লক্ষ্য নিয়েই কাজ করে যাবেন।