অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনে আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হবে। এই আসনে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচনি প্রচারণা। আজ বুধবার থেকে প্রচারণায় নামতে পারেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মমতার পক্ষে ইতিমধ্যে মাঠে নেমেছেন তৃণমূলের মদন মিত্র, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা। ‘ভবানীপুর নিজের মেয়েকেই চায়’ ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। বড় বড় করে দেওয়ালে লেখা হচ্ছে ‘খেলা হবে’। এই প্রেক্ষাপটে নেত্রীকে জেতাতে ভবানীপুরে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচারণা কোনো রকম করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে ভাঙা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে আর প্রচারণা চালাতে দেওয়া হবে না। ওয়ার্ডভিত্তিক দায়িত্বের পরই এক ওয়ার্ডের নেতাকর্মীরা যাতে অন্য ওয়ার্ডে গিয়ে প্রচারণা না চালান সেদিকে নজর রাখতে বলা হয়েছে। প্রচারণার জন্য ২০ জনের টিম তৈরি হয়েছে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০১১ সালে মমতা ব্যানার্জি ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাবধান কিছুটা কমে গিয়েছিল। এবারের উপনির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে প্রথমবারের থেকেও যাতে বেশি ভোটে জেতানো যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’