Home লিড নিউজ বড়দিনের আগেই ভ্যাকসিন বিতরণ শুরু করতে পারে ফাইজার

বড়দিনের আগেই ভ্যাকসিন বিতরণ শুরু করতে পারে ফাইজার

অনলাইন ডেস্ক : বড়দিনের আগেই করোনার ভ্যাকসিন বিতরণ শুরু করতে পারে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। বুধবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি জানানো হয়।

জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে মিলে কোভিড-১৯ এর টিকা প্রস্তুত করছে ফাইজার। বার্তা সংস্থা রয়টার্সকে বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর সাহিন বলেন, সব কিছু ঠিকভাবে হলে আশা করছি যে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আমরা অনুমোদন পাবো এবং বড়দিনের আগেই ভ্যাকসিনটি বিতরণ শুরু করতে পারবো।

জানা গেছে , ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে আগামী শুক্রবার মার্কিন কর্তৃপক্ষের কাছে আবেদন করবে ফাইজার।

এর আগে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ফাইজার দাবি করেছে যে , চূড়ান্ত ধাপের পরীক্ষার ফল অনুযায়ী তাদের করোনা ভাইরাসের টিকা ৯৫ শতাংশ কার্যকর।

Exit mobile version