Home সাহিত্য বৈশাখের আগমনে

বৈশাখের আগমনে

কিশলয় বড়ুয়া রিতুন

আকাশে বাজে আজ খরা
চৈত্রের বিদায়ধ্বনি
রৌদ্র তপ্ত বাতাসে বইছে
বৈশাখের আগমনী
নতুন প্রভাতে রবি উঠিল
পূর্ব গগনে
গাছে গাছে ফুটেছে ফুল
শাল পিয়ালের বনে
পাখির কলকাকলিতে মুখরিত চারিপাশ
নববর্ষের নব আনন্দে জাগে নব উল্লাস
আপনবেগে বইছে নদী
শোনায় কলতান
নৌকার পাল হাওয়ায় দুলে
মাঝির কণ্ঠে গান
তরুছায়ায় বাজে রাখালের বাঁশি
ফসলের মাঠে কৃষানের হাসি
পথ প্রান্তর সুরভিত
পাকা ফলের মৌ মৌ গন্ধে
চারিদিক উৎচ্ছাসিত
ঢাকের তালের মধুর ছন্দে
কলার পাতায় ইলিশ পান্তার ঘ্রাণে
আনন্দ ঢেউ বহে সবার প্রাণে
এসো হে রুদ্র বৈশাখ
মুছে দাও গ্লানি ঘুচে দাও জ্বরা
সবার জীবনে বর্ষিত হউক
অনাবিল সুখ ও শান্তির ধারা
অন্টারিও, কানাডা

Exit mobile version