অনলাইন ডেস্ক : ইউরোপে পাড়ি জমানোর পথে পোল্যান্ড ও বেলারুশের সীমান্তে আটকে রয়েছে অসংখ্য অভিবাসনপ্রত্যাশী। তাদের ঘিরে এখন চরম মানবিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট সৃষ্টি করার দায়ে বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর প্রকাশ করেছে আল-জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ নভেম্বর) ইইউর বৈদেশিক বিষয় এবং নিরাপত্তা নীতির জন্য উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল বলেন, ‘এই নিষেধাজ্ঞা ইইউতে অবৈধ সীমান্ত ক্রসিং সহজতর করার দায়ে জড়িত বেশ কয়েকজন ব্যক্তি এবং সংস্থাকে লক্ষ্যবস্তু করবে।’

প্রতি বছর ইউরোপের উন্নত দেশগুলোতে অভিবাসনপ্রত্যাশী হাজারো মানুষ বেলারুশ সীমান্ত হয়ে অবৈধভাবে পোল্যান্ডে ঢোকেন। এরপর সেখান থেকে বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেন। গত সেপ্টেম্বরে পোল্যান্ড সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারির পর থেকে প্রচণ্ড শীতের মধ্যে সেখানে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী আটকা পড়েন। ফলে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা।

এদিকে, সংকট নিরসনে সামরিক জোট ন্যাটোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। তিনি বলেন, ‘কেবল প্রকাশ্যে উদ্বেগ জানালেই সমস্যার সমাধান হবে না, বরং কার্যকর পদক্ষেপ নিতে হবে। ন্যাটোর সনদে সে কথা বলাও আছে।’

সংকটটিতে এখন বিশ্বশক্তিগুলোও জড়িয়ে পড়েছে। একদিকে, পোল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য এবং অন্যদিকে, রাশিয়ার সমর্থন পাচ্ছে বেলারুশ।