অনলাইন ডেস্ক : নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর দায়ে জরিমানা গুনতে হয়েছে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে। ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে জরিমানার মুখে পড়েন তিনি। তাকে ২৭৩ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও দ্য টরেন্টো সান।
আর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এমন শাস্তির মুখে পড়েছেন তার নিজ প্রদেশেই। যদিও কানাডার এই উপপ্রধানমন্ত্রীর নিজের কোনও গাড়ি নেই। তিনি মোটরসাইকেল চালাতে সাচ্ছন্দ্যবোধ করেন। বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ ইউএস ডলার) জরিমানা করা হয়েছে বলে মঙ্গলবার তার একজন মুখপাত্র জানিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ২২ হাজার টাকা।
তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস জানিয়েছেন, গ্র্যান্ড প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিলোমিটার গতিতে গাড়ি চালানো অবস্থায় অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডকে ধরা হয় এবং পরে তাকে ওই জরিমানা করা হয়। কানাডার আলবার্টা প্রদেশের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘণ্টায় ১১০ কিমি। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের অবশ্য নিজের কোনও গাড়ি নেই। সেই সময় তিনি একটি ভাড়ায় চালিত গাড়ি চালাচ্ছিলেন। পরে জরিমানাকৃত সম্পূর্ণ অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেন বলেও জানান মুখপাত্র ক্যাথরিন।
প্রতিবেদনে বলা হয় উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই তাকে তার মোটরসাইকেলের সঙ্গে তোলা ছবিতে দেখা যায়।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। সেই সঙ্গে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রীও।