Home আন্তর্জাতিক বুকে জড়িয়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিলেন এডি রামা

বুকে জড়িয়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিলেন এডি রামা

অনলাইন ডেস্ক : বুকে জড়িয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্কার্ফ পরিয়ে দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) ৪৮তম জন্মদিন ছিল মেলোনির, আর এ উপলক্ষে তাকে এমন উপহার দিয়েছেন এডি রামা। খবর রয়টার্স

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জর্জিয়া মেলোনির থেকে বেশ লম্বা। এজন্য এডি হাঁটু গেড়ে মোলোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই দুই নেতা আবু ধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিউটার এনার্জি সামিটে অংশ নিতে গেলে এমন দৃশ্য দেখা যায়।

সামাজিকমাধ্যমে এই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মেলোনি অন্য নেতাদের সঙ্গে হেটে আসছেন। তখন তার কাছে হাঁটু গেড়ে বসেন এডি রামা। এটি দেখে মেলোনি তার কাছে ছুটে আসেন। এক পর্যায়ে রামা তাকে বুকে জড়িয়ে নিয়ে জন্মদিনের উপহার প্রদান করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্কার্ফটি তৈরি করেছেন এক ইতালিয়ান কারিগর। যিনি ইতালি থেকে আলবেনিয়াতে গিয়ে স্থায়ী হয়েছেন।

এ দুজনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো। গত বছর আলবেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন মেলোনি। এ চুক্তি অনুযায়ী, ইতালি সমুদ্র থেকে যেসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করবে তাদের কিছু অংশকে আলবেনিয়ার বন্দিশালায় পাঠানো হবে। যদিও আইনি জটিলতার কারণে এটি স্থবির হয়ে আছে। তবে তারা দুজন যে বড় ইস্যুগুলো নিয়ে একসঙ্গে কাজ করতে চান সেটির উদাহরণ হলো এই চুক্তি।

Exit mobile version