অখিল সাহা, টরন্টো : প্রগতি ও গণতন্ত্রের পথে দেশ এবং জাতিকে এগিয়ে নেবার জন্য দেশপ্রেমিক অগ্রসর চিন্তার নায়কদের জীবনী অনুসরণের আহ্বান জানান নাগরিক স্মরণসভায় অংশগ্রহনকারীবৃন্দ। দেশের সমাজ প্রগতির আপোষহীন সৈনিক প্রগতিশীল রাজনীতির তিন প্রধান পুরোধাপুরুষ বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য, জাফরুল্লাহ চৌধুরী এবং গোপেশ মালাকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) আয়োজিত নাগরিক স্মরণসভায় সমবেত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিদের সকল পরিচিত মুখ।
২৮শে মে রবিবার বিকাল পাঁচটায় টরন্টো শহরের বাঙালীপাড়ার কেন্দ্রস্থলে ২৫৫০ ড্যানফোর্থ এভিনিউ-এর হোপ ইউনাইটেড চার্চের প্রধান হলে অনুষ্ঠিত সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন কানাডা টরন্টোর বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের সংগঠক ও কর্মীবৃন্দ। স্মরণসভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রয়াত বিপ্লবী গোপেশ মালাকারের সহধর্মিনী এডলিন মালাকার, প্রখ্যাত কবি আসাদ চৌধুরী, ডাকসুর প্রাক্তন এজিএস নাসির উদ দুজা, নাট্যজন আহমেদ হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি ফকরুল ইসলাম চৌধুরী মিলন, রাজনৈতিক-সামাজিক সংগঠক টিটো খন্দকার, টরন্টো ফিল্ম ফোরামের সংগঠক আরিফ মোর্শেদ, লেখিকা ফারজানা আজিম শিউলী, রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠক আজফার সাঈদ ফেরদৌস, পিডিআই সংগঠক মনির জামান রাজু, চিটাগং এসোসিয়েশন অব কানাডা’র সভাপতি সারওয়ার জামান এবং কবি দেলওয়ার এলাহী। বিপ্লবীদের স্মরণসভায় সংগীত পরিবেশনায় ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক ইফতেখার ওমর, শিল্পী শাহজাহান কামাল, এবং শিল্পী ডঃ মমতাজ মমতা। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী রওশন জাহান উর্মি। সভা সঞ্চালনায় ছিলেন মাহবুব আলম। সভাপতিত্ত¡ করেন পিডিআই কানাডার যুগ্ম আহŸায়ক আজিজুল মালিক। সভাপতি নাগরিক স্মরণসভায় যোগ দেবার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।