অনলাইন ডেস্ক : মালিতে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।
গত ১৭ সেপ্টেম্বর ছিলো বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। এবারের এই দিবসটি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রতি উৎসর্গ করেছে জাতিসংঘ।
১৮ সেপ্টেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান জিন পিয়েরে ল্যাকরক্স একটি টুইট বার্তায় বলেন, আমি বিশ্ব রোগী নিরাপত্তা দিবসটি বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি উৎসর্গ করছি যারা মালির প্রত্যন্ত অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সাহায্য করছে। কৃতজ্ঞতা তাদের এই সহায়তার জন্য।
সারা বিশ্বের প্রতি বছর ১৭ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী রোগী সুরক্ষা সম্পর্কে সংহতি প্রকাশ ও বাস্তবায়ন।