Home আইটি বিশ্ব বিশ্ব রেকর্ড গড়লো অস্ট্রেলিয়ার সৌর শক্তি চালিত গাড়ি

বিশ্ব রেকর্ড গড়লো অস্ট্রেলিয়ার সৌর শক্তি চালিত গাড়ি

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাইথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী গাড়ি তৈরি করে ইতিহাস রচনা করেছেন। সৌর শক্তি চালিত এই গাড়িটি বিকল্প শক্তি হিসেবে নতুন এক রেকর্ড তৈরি করলো। খবর এনডিটিভি

সানসুইফট ৭ এর ইলেকট্রিক গাড়িটি সৌর শক্তি চালিত। গাড়িটি ৮৫ কিলোমিটার গতিতে চললে একটানা ১২ ঘণ্টা চলবে পারে। গাড়িটি একবার চার্জ হলে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। যা ইলেকট্রিক গাড়ির ইতিহাসে নতুন রেকর্ড।

এখন পর্যন্ত গিনেজ বুক অব ওয়ার্ল্ড নতুন এ রেকর্ডের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে খুবই দ্রুতই এ রেকর্ড নিজেদের করে নিতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় ওই প্রকৌশলী দলটি।

গাড়িটি অস্ট্রেলিয়ার অটোমোবাইল রিসার্চ সেন্টারের শিক্ষার্থীরাই নকশা কেরেছে। আর এটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নিয়েছে মাত্র ১১ ঘণ্টা, ৫৩ মিনিট ৩২ সেকেন্ড।

সানসুইফ টিমের প্রধান প্রফেসর রিচার্ড হপকিন্স শিক্ষার্থীদের এমন সফলতায় গর্ব অনুভব করেন। এ কাজের সমস্ত কৃতিত্ব তিনি শিক্ষার্থীদের দিতে চান।

তিনি আরও বলেন, এ কাজের জন্য ৫০ সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের একটি দল কাজ করেন। যাদের মধ্যে কাজের প্রতি ভালোবাসা এবং প্রতিভা ছিল।

Exit mobile version