Home আন্তর্জাতিক বিরল ধর্মঘটে আইসল্যান্ডের নারীরা

বিরল ধর্মঘটে আইসল্যান্ডের নারীরা

অনলাইন ডেস্ক : সমানাধিকার এবং সমান কাজের সুযোগের দাবিতে ধর্মঘট করেছেন আইসল্যান্ডের নারীরা। আন্দোলনে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রীও। দেশটিতে এমন আন্দোলনের ঘটনা প্রথম না হলেও বিরল।

কাজে সমানাধিকার, সমান মজুরিসহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার দিনভর ধর্মঘট করেন আইসল্যান্ডের নারীরা। এদিন কাজে যোগ দেওয়ার পরেই তারা রাস্তায় নেমে আসেন। সব ধরনের নারী কর্মীরাই এই ধর্মঘটে যোগ দেন। খবর ডয়চে ভেলের

নারীদের এই আন্দোলন আইসল্যান্ডে প্রথম নয়। ১৯৭৫ সাল থেকে এই আন্দোলনের সূত্রপাত। এই নিয়ে চতুর্থবার সেখানকার নারীরা এমন অভিনব আন্দোলনে নামলেন। তবে এই প্রথম দিনভর তারা ধর্মঘট করলেন।

সংবাদমাধ্যমকে নারী প্রতিনিধিরা জানিয়েছেন, কর্মক্ষেত্রে এখনো তাদের সমান অধিকার দেওয়া হয় না। নারীদের চেযে পুরুষ কর্মীরা বেশি পারিশ্রমিক পান। শুধু তাই নয়, বাসায় নারীরা যে কাজ করেন, তার কোনো পারিশ্রমিক নেই। উপরন্তু এত কিছুর পরেও নারীদের পারিবারিক হেনস্থার শিকার হতে হয়।

একটি সমীক্ষা বলছে, আইসল্যান্ডে যত নারী কাজ করেন তার ২২ শতাংশ বিদেশি। বস্তুত, তারাও এদিনের ধর্মঘটে যোগ দিয়েছিলেন।

ধর্মঘটে যোগ দিয়েছিলেন দেশের নারী প্রধানমন্ত্রীও। তিনিও রাস্তায় নেমে বাকি সকলের সঙ্গে ধর্মঘটে যোগ দেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আইসল্যান্ডে নারীদের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে কিন্তু নারীর উন্নয়ন যতটা হওয়া উচিত ছিল, ততটা হয়নি।

Exit mobile version