অনলাইন ডেস্ক: ভারতে রাজনৈতিক দল-বদলের কারণে এক রাজনীতিবিদ-দম্পতির বহুদিনের সংসার হুমকির মুখে পড়েছে। পশ্চিমবঙ্গের একজন এমপির স্ত্রী দল বদল করে প্রতিদ্বন্দ্বী দলে যোগ দিলে ওই এমপি প্রকাশ্যে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের হুমকি দিয়েছেন এবং খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এনিয়ে তুমুল আলোচনা হচ্ছে।
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এমপি সৌমিত্র খাঁ তার স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ দল পরিবর্তন করে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার একদিন পর তাকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন।
পশ্চিমবঙ্গ রাজ্যে আর কয়েক মাস পর সাধারণ নির্বাচন এবং তাতে প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুটো দল- বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যেই।
মিসেস মণ্ডল খাঁ সোমবার কলকাতায় সংবাদ সম্মেলন আয়োজন করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা ঘোষণা করেন। তার এই সিদ্ধান্তের পেছনে তিনি বেশ কিছু কারণের কথাও তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিজেপি তার প্রতি কোন ধরনের সম্মান প্রদর্শন করেনি। সূত্র: বিবিসি