Home কানাডা খবর বিচেস্-ইষ্ট ইয়র্ক থেকে নাডিরাহ্ নাজির কনজারভেটিভ পার্টি থেকে প্রার্থী

বিচেস্-ইষ্ট ইয়র্ক থেকে নাডিরাহ্ নাজির কনজারভেটিভ পার্টি থেকে প্রার্থী

অনলাইন ডেস্ক: বাংলাদেশি অধ্যূষিত বিচেস ইষ্ট ইয়র্ক নির্বাচনী এলাকা থেকে কনজারভেটিভ পার্টির এমপি প্রার্থী নাদিরা নাজির আসন্ন ফেডারেল নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চেয়েছেন। তিনি বলেন, একজন অভিবাসী হিসেবে হাউজ অব কমন্সের অভিবাসীদের মুখপাত্র হয়ে কাজ করতে চান।

নিজের সম্পর্কে তুলে ধরে কনজারভেটিভ প্রার্থী নাদিরা নাজির বলেন, ২৯ বছর আগে মৌরিশাস থেকে অভিবাসী হয়ে তিনি কানাডা আসেন এবং কানাডার বহুসংস্কৃতির দেশে নিজের জায়গা করে নেন। টেলিভিশনের উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পাওয়া নাদিরা নাজির কর্পোরেট জগতে নির্বাহী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেন।
তিনি জানান, একজন প্রার্থীর ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে ১০ বছর আগে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। কনজারভেটিভ পার্টি এবার তাকে বিচেস ইষ্ট ইয়র্ক এলাকায় মনোনয়ন দিয়েছে।

অভিবাসীদের জন্য অধিকতর কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি ট্যাক্সের বোঝা কমিয়ে আনাকে তিনি তার অগ্রাধিকারা কাজের তালিকায় রেখেছেন বলে জানান।

Exit mobile version