Home আন্তর্জাতিক বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা ইভাঙ্কা ট্রাম্পের, অতঃপর..!

বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা ইভাঙ্কা ট্রাম্পের, অতঃপর..!

অনলাইন ডেস্ক : বাবা যেখানে ডোনাল্ড ট্রাম্প, সেখানে মেয়ে কেন কম যাবেন। ওয়াশিংটন ডিসিতে সহিংস বিক্ষোভকারী তাণ্ডব সৃষ্টি করা ট্রাম্প সমর্থকদের আমেরিকান দেশপ্রেমিক বলে টুইটারে লিখলেন তিনি। পরে অবস্থা বেগতিক বুঝে সেই টুইট অবশ্য মুছে দেন ইভাঙ্কা ট্রাম্প।

জো বাইডেনের জয়ে সিলমোহর দিতে যখন মার্কিন কংগ্রেস ব্যস্ত, সে সময়েই শত শত ট্রাম্প সমর্থক ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। মোট কথা শান্তিপূর্ণ প্রতিবাদ একে বলা যায় না।

যদিও ইভাঙ্কা টুইটে লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমিকরা নিরাপত্তা বেষ্টনী ভাঙা এবং পুলিশ প্রশাসনকে অশ্রদ্ধা গ্রহণযোগ্য নয়। সহিংসতা এখনই বন্ধ হওয়া দরকার। দয়া করে শান্তি বজায় রাখুন।’ টুইটটি নিয়ে প্রতিবাদ, কটাক্ষ শুরু হতেই তা মুছে দেন ট্রাম্প-কন্যা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক সাংবাদিক সেই স্ক্রিনশট তুলে ইভাঙ্কাকে প্রশ্ন করেন, ‘পরিষ্কার করে জানতে চাইছি, এই লোকগুলোকে আপনি দেশপ্রেমিক বলছেন?’ এর উত্তরে ইভাঙ্কা বলেন, ‘না, শান্তিপূর্ণ প্রতিবাদকেই দেশপ্রেম বলছি। সহিংসতা গ্রহণযোগ্য নয়।’

সূত্র : দ্য গার্ডিয়ান ও আজকাল।

Exit mobile version