অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তিনি দুই ছেলে, পাঁচ নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন।
এ কে এম মোশাররফ হোসেন ময়মনসিংহের মুক্তাগাছা আসনের দুবারের সাংসদ ছিলেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি বিসিআইসির চেয়ারম্যান ও শিল্পসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএনপির সূত্র জানায়, আজ রোববার বাদ জোহর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা হবে। এরপর বাদ আসর মুক্তাগাছা উপজেলা সদরে দ্বিতীয় জানাজা শেষে কান্দিগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।