অনলাইন ডেস্ক : ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা যেকোনো সময় হামলা করতে পারে রাশিয়া। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক মন্তব্যের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমায়ার জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে ‘ছোট আগ্রাসন’ করে তাহলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছ থেকে দুর্বল প্রতিক্রিয়া পাবে। এই বক্তব্যের পর এই টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ‘বিশ্বের বড় পরাশক্তিকে মনে করিয়ে দিতে চাই আগ্রাসনে ছোট-বড় বলে কিছু নেই। ছোট হতাহত বলেও কিছু নেই আর সামান্য লোভও একজনের স্বজন কেড়ে নেয়।’
সীমান্তে সেনা উপস্থিতি নিয়ে শুরু থেকেই নিজেদের অবস্থান পরিষ্কার করে আসছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনে হামলা কিংবা আগ্রাসনের কোনো পরিকল্পনা নেই।
মার্কিন বিশ্লেষদের ধারণা, ইউক্রেন সীমান্তের কাছে এক লাখ সেনা সমাবেশ ঘটানো হয়েছে। যেকোনো সময় হতে পারে হামলা।
যার কারণে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে হুমকি পর্যন্ত দিয়েছেন বাইডেন। তিনি বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে আপনারা সবাই দেখবেন যুক্তরাষ্ট্র কি করে। তাই বিষয়টি পুরো বিষয়টি নির্ভর করছে রাশিয়ার পদক্ষেপের ওপর।’
পরিস্থিতি বেশি খারাপের দিকে গেলে রাশিয়া নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে এমন তথ্য জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ও এর সঙ্গীদের ওপর চাপ প্রয়োগ করলে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। যা আন্তর্জাতিক অর্থনীতি থেকে দেশটিকে আলাদা করে দেবে।’
বাইডেন বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, ইউক্রেনে হামলা হলে রাশিয়ার ওপর যেই নিষেধাজ্ঞা আরোপ হবে তাতে দেশটির ডলার লেনদেনে বড় আকারের ক্ষতি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রেও এর নেতিবাচক প্রভাব পড়বে। সেইসঙ্গে ইউরোপের অর্থনীতিতেও। কিন্তু রাশিয়ার জন্য যা হবে তা হচ্ছে ‘বিপর্যয়’।