Home কানাডা খবর বাংলা টেলিভিশন কানাডা’র রবীন্দ্রস্মরণ

বাংলা টেলিভিশন কানাডা’র রবীন্দ্রস্মরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডা আয়োজন করেছিলো “রবীন্দ্র স্মরণ” অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গুণিজনেরা কবিকে তাঁরই গানে ও কবিতায় স্মরণ করেন। গত ২১ মে, ২০২২ শনিবার সন্ধ্যার এ আয়োজনটির সঞ্চালনায় ছিলেন সজীব চৌধুরী। আমন্ত্রিত ৬জন কন্ঠশিল্পী কবির গান গেয়ে শোনান এবং ৪জন আবৃত্তিশিল্পী কবির কবিতা আবৃত্তি করেন।

বাংলা টিভি স্টুডিওতে আয়োজিত এই স্মরণআসরে আমন্ত্রিত হয়ে গান করেছেন স্নিগ্ধা চৌধুরী, শর্মিষ্ঠা বসু, চন্দন পাল, নন্দিতা গোমস, ইখতিয়ার ওমর ও সুনীল গোমস। কবিতা আবৃত্তিতে ছিলেন সুমু হক, নুরুন্নাহার সুপ্তি, মধুমিতা মুখার্জী ও লালিমা সরকার। বাড়তি দায়িত্ব হিসেবে সজীব চৌধুরী এই অনুষ্ঠানে তবলা সংগত এবং শব্দযন্ত্র নিয়ন্ত্রণ করেছেন। ভিডিও চিত্র ধারণ করেছেন স্নিগ্ধা চৌধুরী ও নুরুন্নাহার সুপ্তি। অনুষ্ঠানে গীত নির্বাচিত কিছু গান এবং আবৃত্তি শীঘ্রই বাংলা টেলিভিশনের নিয়মিত প্রচারে চ্যানেল অমনি-২ তে ব্রডকাষ্ট হবে। এছাড়াও কিছু গান, আবৃত্তি ও স্টীল ছবি বাংলা টিভি’র স্যোশাল মিডিয়া পেজগুলোতে শীঘ্রই প্রচার করা হবে।

“ভাল গান, তৃপ্ত শ্রোতা, শুদ্ধ সংস্কৃতি, বাংলা টিভি’র প্রতিশ্রুতি” -এই লক্ষ্যে পথ চলায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। সংগীতের চর্চ্চা ও বিকাশে যারা আগ্রহী, বাংলা টেলিভিশন কানাডা তাদের সাথে একযোগে কাজ করবে। সাংস্কৃতিক সুস্থতা বিনির্মাণে আমরা সকলের সহযোগিতা প্রার্থণা করি। সংবাদ বিজ্ঞপ্তি

Exit mobile version