Home Uncategorized বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির ইফতার বিতরণ

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে ‘ফুড ড্রাইভ’ নামক ব্যতিক্রমী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি ইফতার বিতরণের আয়োজন করেছে।

মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির তালিকা অনুযায়ী, প্রায় ৯০টি পরিবার যাদের সহায়তা প্রয়োজন তাদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, মাশরুর আহমেদ, ইকবাল রহমান, শুভ মজুমদার, ড. তাসফিন হোসেন, শানিলা মাহমুদ, ইসতিয়াক আহমদ, তানভীর আহমেদ জয়সহ প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবক।

ইতিমধ্যে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি প্রবাসী বাঙালিদের কাছ থেকে বিভিন্ন শুকনা খাবার সংগ্রহ করে ‘সেন্টার ফর নিউ কামারস’-এর কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, ‘আমাদের এ কর্মসূচির আওতায় যাদের সহযোগিতা প্রয়োজন রমজান মাসে তারা যেন সেই সহযোগিতা পায়, এছাড়াও প্রবাসী বাঙালিরাও সুষ্ঠুভাবে ঘরে বসে যেন ইফতারি করতে পারে সেই দিকটার প্রতি আমরা লক্ষ্য রাখছি। ক্যালগেরির প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে স্বেচ্ছাসেবক যারা এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন।’

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বললেন, ‘সেবামূলক এই কর্মসূচিতে অংশ নেওয়া ক্যালগেরির সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের উদ্দেশ্য সারাবিশ্বের করোনা মহামারির দুর্যোগময় মুহূর্তে কিছুটা হলেও মানবসেবায় এগিয়ে আসা।’

উল্লেখ্য, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি বিভিন্ন সময় প্রবাসী বাঙ্গালীদের মাঝে নিয়মিত সেবা এবং বিভিন্ন সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করে থাকে।

Exit mobile version