অনলাইন ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা গুজবকে হাতিয়ার বানিয়ে ভারতের মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ও হায়দরাবাদ বিধানসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে ভারতের মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর হাতিয়ার বানানো হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর এই নেতা বলেন, ভারত সরকারের উচিত মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের সঙ্গে সংখ্যালঘুর হামলার বিষয়ে আলাপ করা। কিন্তু সেটা নিয়ে ভারতের মুসলিমেো বিদ্বেষের শিকার হবেন কেন?

গত শুক্রবার তিনি পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলাপ তোলেন। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ইউনূস সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াইসি। তিনি প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি শেখ হাসিনার বিবৃতিতে সমর্থন করছেন?