অনলাইন ডেস্ক : ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিও, বাংলাদেশের স্বনামধন্য শিশু-কিশোর প্রকাশনা সংস্থা ‘টইটম্বুর’ এবং কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান ‘গ্রন্থকুঞ্জ’ যৌথভাবে প্রথমবারের মতো এক অভ‚তপূর্ব সংবাদপত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এর শিরোনাম – ‘একাত্তরের অপরাজেয় বাংলা: পত্রিকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র’।
ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিও-র ওয়েলডন লাইব্রেরির কম্যুনিটি রুমে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৩ আগস্ট বৃহষ্পতিবার (সকাল ৮টা – রাত ৯টা) ও ৪ আগস্ট শুক্রবার (সকাল ৮টা – বিকেল ৫টা), দুইদিনব্যাপী সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে উপস্থাপিত বিভিন্ন পত্রিকার রিপোর্ট থেকে ১৯৭১-এ বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ ও তৎকালীন পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
ত্রি-দেশীয় (বাংলাদেশ, ভারত ও কানাডা) সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিও-র ফ্যাকাল্টি অফ ইনফরমেশন এন্ড মিডিয়া স্টাডিজ-এর পিএইচডি গবেষক সানন্দা সাহু, টইটম্বুরের আন্তর্জাতিক সম্পর্ক ও সংস্কৃতি সম্পাদক হাসনাইন সবিহ্ নায়ক, গ্রন্থকুঞ্জ কোলকাতা শাখার নির্বাহী পরিচালক হিতাদ্রি প্রসাদ রক্ষিত এবং গ্রন্থকুঞ্জের প্রতিষ্ঠাতা মুনতাসীর কামাল।
‘গ্রন্থকুঞ্জ’ কানাডার বাংলাভাষীদের জন্য প্রথম সম্পূর্ণ ভার্চুয়াল বা অনলাইন বুকশপ, যার উদ্দেশ্য প্রবাসী/অনাবাসী বাংলাভাষীদের জন্য অত্যন্ত সুলভে উচ্চমানের সৃজনশীল ও মননশীল বই, ম্যাগাজিন, সাহিত্যকর্ম ইত্যাদি সোর্সিং-এর মাধ্যমে কানাডায় হাজির করা এবং বাংলা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা ও প্রসারে একটি সহায়ক ভ‚মিকা রাখা।