অনলাইন ডেস্ক : আগামী ২৯ জুলাই, শনিবার বিকাল ৬টায় টরন্টোর ২৬৭০ ড্যানফোর্থ এভিনিউ’র বাংলা সেন্টারে সত্তর ও আশির দশকের বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান ক্রিকেটার ইউসুফ রহমান বাবু বাংলাদেশের ক্রিকেটের বিবর্তন নিয়ে কথা বলবেন। উল্লেখ্য, অতি স¤প্রতি তিনি ‘আই অন দ্য বল’ নামে ইতিহাসের তথ্য ও ছবি সমৃদ্ধ একটি বৃহাদাকার গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থটি ইতোমধ্যে বাংলাদেশের ক্রিকেট-গ্রন্থ ইতিহাসে একটি অন্যতম প্রধান সংযোজন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই বছরের শেষের দিকে ইংল্যান্ডের ইতিহাসখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হবে।
ইউসুফ রহমান বাবু ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন অপরিহার্য খেলোয়াড় ছিলেন। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট দল মেরিল্বন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাদেশ সফরে আসলে, সেই দলের সাথে বাংলাদেশ জাতীয় দলের খেলায় তিনি সর্বোচ্চ্য ৭৮ রান করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ইউসুফ বাবু হচ্ছেন প্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি বাংলাদেশের পক্ষে কোন আন্তর্জাতিক ম্যাচে প্রথম শতাধিক রান করার রেকর্ড অর্জন করেন। তিনি একেধারে দলের হয়ে মিডল অর্ডারের ব্যাটসম্যান ও মিডিয়াম পেসারের দায়িত্ব পালন করতেন। সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু’র গ্রন্থ আলোচনা ও কথোপকথন সবার জন্য উন্মুক্ত থাকবে।