অনলাইন ডেস্ক : বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে হায়দার খানের পরিচালনায় বলিউডে নির্মিত ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মডেল তানজিয়া জামান মিথিলা। বাংলাদেশের অনেক ফ্যাশন শোতে র্যাম্প স্টপার ও ফ্যাশন হাউজের বিলবোর্ডে দেখা গেছে মিথিলাকে।
গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া ‘রোহিঙ্গা’ সিনেমার ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। ছবির বেশির ভাগ সুটিং হয়েছে ভারতের আসামে।
তানজিয়া জামান মিথিলা সাংবাদিকদের বলেন, ‘বলিউডের “রোহিঙ্গা” ছবির পরিচালক ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। সেই সূত্রে তার সঙ্গে পরিচয়। পাশাপাশি তিনি বলিউডের “কমান্ডো” ও “দঙ্গল” ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে। তিনি আমাকে গত বছরের মাঝামাঝি “রোহিঙ্গা” ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন। তারপর কাজটির সুযোগ পেয়ে যাই।’
‘রোহিঙ্গা’কে বলিউডের ভিন্নধারার ছবি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে। ছবির জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করে রোহিঙ্গা ভাষা শিখেছি।’
‘একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে আমি কাজ করছি। বাকি কাজের শেষ হলে আগামী বছর এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে,’ বলে জানিয়েছেন তিনি।