বিনোদন ডেস্ক : একদিকে নিন্দার ঝড়, অন্যদিকে সিনেমা বয়কট করার আহ্বান। বেশ কিছুদিন ধরেই বক্স অফিসে কুপোকাত হচ্ছে বলিউড। তবে এবার বলিউডের মুখ রাখল রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। আয়ান মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৭৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৮ কোটি ৭৭ লাখ টাকা। মন্দার বাজারে বক্স অফিসের এই সংগ্রহ তাই নতুন নজির সৃষ্টি করেছে।
সমালোচকরা বলছেন, ক্রমাগত অপমান আর ভরাডুবির হাত থেকে হিন্দি সিনেমাকে বাঁচিয়েছে ব্রহ্মাস্ত্র। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের সিনেমাটি যে প্রথম দিনেই ৭৫ কোটি রুপি তুলে নেবে, এমনটা আশা করেননি অনেকে। যদিও অগ্রিম টিকিট বিক্রির সম্ভাবনা মাথায় রেখে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এ ধরনের ফলের আশা দিয়েছিলেন দু’সপ্তাহ আগেই।
শুধু তাই নয়,পরিচালক আয়ানকে এ বিষয়ে আশ্বস্ত করেছিলেন সিনেমাটির প্রযোজক করণ জোহর। তিনি বলেন, ‘সিনেমা ব্যবসা করতে পারুক বা না করুক, আগেই আমরা জিতে গিয়েছি।’ আসলে পরিচালক-প্রযোজকের জোরটা ছিল সাধনায়, শ্রমে।
পরিচালক আয়ানের প্রায় পাঁচ বছরের নিরন্তর সাধনার ফল ‘ব্রহ্মাস্ত্র’। পুরাণ-ফ্যান্টাসির মিশেলে এ সিনেমাকে সাজিয়েছেন আয়ান। হিন্দি সিনেমায় এত উন্নত মানের ভিএফএক্সের ব্যবহারও এই প্রথম। যার নেপথ্যে রয়েছেন ‘ভিএফএক্স জিনিয়াস’ নমিত মালহোত্রা। নমিতের সংস্থা হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘ইনসেপশন’ ও ‘ইন্টারস্টেলার’-এর গ্রাফিক্স এবং অ্যানিমেশন করেছে। তাই অনেকে মনে করছেন, ভিএফএক্স-এর কেরামতিতে ঢাকা পড়ে যাচ্ছে চিত্রনাট্যের ফাঁক।
যদিও ‘ব্রহ্মাস্ত্র’ দেখে পরিচালক-প্রযোজককে তুলোধনা করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, ‘৪০০ কোটি টাকাই পানিতে ফেলে দিয়েছেন পরিচালক আয়ান। আর চিত্রনাট্যে মন নেই প্রযোজক করণের। অন্যের যৌনজীবন নিয়েই বেশি আগ্রহ তার। সব মিলিয়ে ব্রহ্মাস্ত্রকে একটি বড়সড় ‘বিপর্যয়’ হিসেবেই দেখছেন কঙ্গনা।