অনলাইন ডেস্ক : গত ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার উদ্যোগে ক্যানবাংলা টেলিভিশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস” উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সভাপতি ড. মোঃ হুমায়ুন কবির। আলোচনা পর্বটি উপস্থাপনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার কার্যনির্বাহী সদস্য মুনিরা সুলতানা মিলি।
অনুষ্ঠানের শুরুতেই ১৫ই আগস্ট, ১৯৭৫ সালে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” এই বিখ্যাত গানটি খালি গলায় গেয়ে দর্শকদের অভিভূত করেন টরোন্টোর বরেণ্য কন্ঠ শিল্পী ফারহানা শান্তা। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সভাপতি, অন্টারিও আওয়ামী লীগ, বিশেষ অতিথি ছিলেন মোঃ ফাইজুল করিম, সহ-সভাপতি অন্টারিও আওয়ামী ও সাবেক ভিপি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আরো বক্তব্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, সহ-সভাপতি ইন্জিনিয়ার নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ বাশার, কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য একটি দূর্নীতিমুক্ত শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে রায় কার্যকর করার জন্য আন্দোলন অব্যাহত রাখার কথা পুনঃব্যক্ত করেন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল।
১০ মিনিট বিরতির পর ড. মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন টরোন্টোর খ্যাতিমান আবৃত্তিকার হিমাদ্রি রয়, ফ্লোরা সূচি ও মনিরা সুলতানা মিলি। আবৃত্তি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় হল রুমটির পরিবেশ ক্রমশ বেদনাবিধুর ভারী হয়ে উঠে। সঞ্চালক ড. মোঃ হুমায়ুন কবির তার স্বরচিত কবিতা ১৫-ই আগস্ট মানে কি! আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ও অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।