Home আইটি বিশ্ব ‘বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সমৃদ্ধ অ্যাপ ‘বঙ্গবন্ধু’র শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণভবনে উদ্বোধন হওয়া এ অ্যাপটি নির্মাণ করেছে দুর্বার টেকনোলজিস লিমিটেড।

অ্যাপের উদ্ভোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, এই অ্যাপের মাধ্যমে সহজেই মানুষের জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার ডিজিটাল প্লাটফর্ম তৈরি হয়েছে। এ সময় তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অনুপ্রেরণামূলক দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লেফটেন্যান্ট কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো. সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version