স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের ‘ট্যুর ডে ফ্রান্স’ সাইক্লিং টুর্নামেন্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েক জন প্রতিযোগী আহত হয়েছেন বলে জানিয়েছে দ্যা সান।

রাস্তার পাশে দাঁড়ানো একজন নারী দর্শক পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি টিভি ক্যামেরায় কিছু একটা দেখাতে গিয়ে রাস্তায় পড়ে যান। ভিডিওতে দেখা যায়, ওই নারী জার্মান রাইডার টনি মার্টিনের ওপর এসে পড়েন। মার্টিন পড়ে যাওয়ার পর ৫০ জনের মতো রাইডারও পড়ে যান।

ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসেবে সেই নারীকেই দায়ী করছে পুলিশ। ইতোমধ্যে সেই সেই নারী দর্শকের খোঁজ করছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাভোগ হতে পারে সেই নারীর।

বড় ধরনের সাইক্লিং প্রতিযোগিতায় এটি দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে ২০১২ সালে এমন আরেকটি ঘটনা ঘটে।