Home প্রবাস ফ্রান্সে বাংলাদেশি যুবক খুন

ফ্রান্সে বাংলাদেশি যুবক খুন

অনলাইন ডেস্ক : ফ্রান্সের সারজি এলাকায় বাংলাদেশি এক যুবক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার নাম জালাল মিয়া (৩০)।

শনিবার মধ্যরাতে ওই এলাকার সরকারি বাসায় এ ঘটনা ঘটে। নিহত জালাল সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত আম্ভর আলীর ছেলে। তার মোবাইল ফোন ও কিছু ইউরো ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

এ তথ্য ‘বাংলাদেশ প্রতিদিন’কে নিশ্চিত করেছেন তার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আহাজ মিয়া।
তিনি জানান, ফ্রান্সের সরকারি একটি বাসায় দুই আফ্রিকান নাগরিকের সঙ্গে বসবাস করতেন জালালসহ আরও এক বাংলাদেশি। শনিবার রাতে দুই আফ্রিকান ব্যক্তি তাকে হত্যা করে। পরে মরদেহ খাটের খুটিতে ঝুলিয়ে রাখে তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। গ্রেফতার করে আফ্রিকান নাগরিকসহ ৩ জনকে।

Exit mobile version