অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের জন্য রোববার ফ্রান্সের মূল ভূখন্ডে ভোটকেন্দ্র খোলা হয়েছে। এ নির্বাচনে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী গ্রুপিংকে এক কঠিন পরাজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর এএফপি’র।

৪৯ মিলিয়নেরও বেশি ভোটদাতা ৮১ জন ফরাসি আইনপ্রণেতাকে ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত করার জন্য যোগ্য বিবেচিত। প্রচারাভিযানের ফলে ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য রাষ্ট্রই অতি ডানপন্থীদের উত্থানে প্রভাবিত হয়েছে বলে মনে করা হচ্ছে।