অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও তার বক্তব্যে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন।
ওয়াশিংটন কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, ওয়েস্ট পয়েন্টে ইউএস মিলিটারি একাডেমির স্নাতকদের সামনে কথা বলার সময় বাইডেন উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনের যুদ্ধে কোনো আমেরিকান সৈন্য নেই। আমি এটাকে সেভাবেই রাখতে বদ্ধপরিকর।’
‘তবে আমরা ইউক্রেনের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং আমরা তাদের সাথেই দাঁড়াবো। আমরা এমন একজন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি যাকে আমি বহু বছর ধরে ভালো করেই জানি, একজন নৃশংস অত্যাচারী। আমরা সরে যাব না, যেতে পারব না,’ মার্কিন প্রেসিডেন্ট বলেন।
‘পুতিন নিশ্চিত ছিলেন যে ন্যাটো ভেঙে যাবে,’ বাইডেন বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের মতে, তিনি ২০২১ সালে জেনেভায় বৈঠকের সময় রুশ নেতাকে বলেছিলেন যে, তিনি যদি ‘ফিনল্যান্ডাইজেশন’ অর্থাৎ ইউক্রেনের নিরপেক্ষতা চান তবে এর ফলাফল হবে সমগ্র ইউরোপের ‘ন্যাটোকরণ’। ‘আজ বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা জোট আগের চেয়ে শক্তিশালী,’ বাইডেন যোগ করেছেন। সূত্র: তাস।