অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা ও তার মুক্তির দাবিতে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখান থেকে কমপক্ষে ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) তাদের আটক করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এমনটি বলা হয়েছে ।
গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিউইয়র্কের বিশ্ববিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করার অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয় মাহমুদ খলিলকে নামে এক শিক্ষার্থীকে।
ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইহুদিপন্থি সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস।’ দুপুরের কিছুক্ষণ পরেই ট্রাম্প টাওয়ারে লাল সার্ট পড়ে জড়ো হন বিক্ষোভকারীরা।
এ সময় মাহমুদ খলিলকে মুক্ত করো স্লোগান দিতে থাকেন তারা। ‘আর কখনও কেউ নয়’ এবং ‘ইহুদিরা মেনে নেবে না’ লেখা ব্যানার উড়িয়ে দেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, প্রায় তিন শতাধিক বিক্ষোভকারীর মধ্যে ৯৮ জনকে গ্রেপ্তার কর হয়। তবে কোনও আহত বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার নিউইয়র্কে গ্রেপ্তারের পর লুইসিয়ানায় অভিবাসন হেফাজতে রাখা হয় খলিলকে। এই গ্রেপ্তারের পর ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং নাগরিক স্বাধীনতার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এর আগে ট্রাম্প প্রশাসন খলিলের গ্রিন কার্ড বাতিল এবং নিউইয়র্কে তার বাড়িতে ফেডারেল এজেন্টরা তাকে আটক করার কয়েকদিন পর এই প্রতিবাদ জানানো হলো।
এদিকে ট্রুথ সোশ্যালে সোমবারে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদি আপনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন তাহলে আপনার উপস্থিতি আমাদের জাতীয় ও পররাষ্ট্র নীতির স্বার্থের পরিপন্থী। তাই আপনাকে এখানে স্বাগত জানানো হবে না।’