Home আন্তর্জাতিক ফিলিস্তিনিদের পক্ষ নেয়ায় বাতিল করা হলো গ্রেটা থুনবার্গের স্কুল কারিকুলাম

ফিলিস্তিনিদের পক্ষ নেয়ায় বাতিল করা হলো গ্রেটা থুনবার্গের স্কুল কারিকুলাম

অনলাইন ডেস্ক : নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের স্কুল কারিকুলাম বাতিল করেছে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়। খবর জেরুজালেম পোস্ট

ইসরায়েলের ১৪০০ নিরীহ মানুষকে হত্যায় হামাসকে দায়ী করে দেশটির শিক্ষামন্ত্রণালয় বলছে, গ্রেটা থুনবার্গ হামাসের পক্ষ নিয়ে নৈতিকথা হারিয়েছেন। এমন ব্যক্তি ইসরায়েলি শিক্ষার্থীদের জন্য রোল মডেল হতে পারে না।

এক্স হ্যান্ডেলে পোস্টে থুনবার্গ বলেন, আজ থেকে আমার নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে। দ্রুত এ যুদ্ধ বন্ধ করতে বিশ্ববাসীর কথা বলা উচিত। কারণ এ যুদ্ধের কারণে নিরীহ ফিলিস্তিনিরা আক্রান্ত হচ্ছেন।

থুনবার্গকে ১০০ মানুষের স্বাক্ষর করা একটি খোলা চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে অনেক পরিবেশ অধিকারকর্মীরা এক্স পোস্টে ইসরায়েলের সমালোচনা করেছেন।

জলবায়ু অধিকারকর্মী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত আছে গ্রেটা থুনবার্গের। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আতে ঘা লেগেছে ইসরায়েলের। দেশটি বলছে, থুনবার্গ একপেশে কথা বলছেন।

Exit mobile version