স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজে ইনজুরির পর এক মাসের বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। সামনে বিপিএল ও আন্তর্জাতিক ব্যস্ততার আগে নিজেকে ফিরে পেতে এবার বিসিএলের ওয়ানডে ফরম্যাটে হওয়া ইন্ডিপেন্ডেস কাপে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকে খেললেও দলের ফাইনালের আগে ঢাকায় ফিরে এসেছেন এই অলরাউন্ডার।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সাকিব। তার দল ইতিমধ্যে ফাইনালে এক পা দিয়ে রেখেছে। সে হিসেবে দলের বড় তারকা হিসেবে ফাইনালে খেলবেন কী না, এমন প্রশ্নের জবাবে সাকিব বললেন, ‘দেখা যাক।’ রহস্য মোড়ানো উত্তরে অনুমান করা যাচ্ছে যে, ফাইনালে খেলছেন না তিনি।
ওয়ালটন সেন্ট্রালের তৃতীয় ম্যাচ বিসিবি সাউথ জোনের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার। তবে ঢাকায় ফিরে আসায় এই ম্যাচে অংশ নিচ্ছেন না সাকিব, এমনটাই নিশ্চিত করেছে দলটির কর্তৃপক্ষ।
মাঠে খেলা চলাকালীন সময়ে সাকিবকে ব্যাটিংয়ের সময় বারবার ফিটনেস নিয়ে কসরত করতে দেখা যাওয়ায় সন্দেহ জাগে ইনজুরি নিয়ে। তবে জাতীয় নির্বাচক হাবিবুল বাশার নিশ্চিত করেছেন তার কোনো ইনজুরি নেই। তিনি বলেন, ‘সাকিবের কোনো ইনজুরি নেই। ফিটনেস নিয়ে একটু ভুগতেছে, বিপিএলের সময় পুরোপুরি ফিট হয়ে যাবে। জাতীয় দলের হয়ে যখন খেলবে তখন এই সমস্যা আর থাকবে না।’
বিসিএলের দুই ম্যাচে ব্যাটে বলে মোটামুটি ভালোই প্রস্তুতি হলো সাকিবের। প্রথম ম্যাচে ৩৫ ও দ্বিতীয় ম্যাচে করেন ৩৩ রান। বল হাতে প্রথম ম্যাচে ২ উইকেট ও দ্বিতীয় ম্যাচে নেন ১ উইকেট।